ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতি: সমন্বিত নীতিমালা চায় ইউজিসি

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক:  দেশে ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতি বাস্তবায়নে একটি সমন্বিত নীতিমালা থাকা প্রয়োজন বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। তিনি নীতিমালাটি দ্রুত বাস্তবায়নেরও আহ্বান জানান।

বাংলাদেশে ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতি বাস্তবায়ন এবং বাজারভিত্তিক দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিশ্চিতকরণে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত উচ্চশিক্ষা উপকমিটির প্রথম সভায় তিনি এ কথা বলেন। রোববার ইউজিসিতে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র, ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতি বাস্তবায়নে গঠিত উচ্চশিক্ষা উপকমিটির সদস্যসচিব প্রফেসর ড. হাসিনা খান, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর ড. এস এম কবীর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ হুমায়ুন আখতার, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাবিবুর রহমান, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ আলিমুজ্জামান, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুর রশীদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. সীতেশ চন্দ্র বাছারসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রফেসর আলমগীর বলেন, ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতির চাহিদা নিরূপণ ও বাস্তবায়নে কার্যকর বাজেট প্রণয়ন করা খুবই গুরুত্বপূর্ণ। ইউজিসি প্রণীত ব্লেন্ডেড শিক্ষা নীতিমালাটি যাচাই বাছাইয়ের লক্ষ্যে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে বিভিন্ন উপকমিটি গঠন করবে। 

প্রফেসর বিশ্বজিৎ বলেন, করোনা মহামারির সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ সময় বিডিরেনের সহায়তায় অনলাইন প্লাটফর্মে শিক্ষা কার্যক্রম চালু রাখা হয়। এর ফলে শিক্ষক-শিক্ষার্থীরা ব্যাপকভাবে উপকৃত হয়। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা করার জন্য সরকার ব্লেন্ডেড শিক্ষা নীতিমালা তৈরির উদ্যোগ গ্রহণ করেছে বলে তিনি জানান।

প্রফেসর সাজ্জাদ হোসন ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরটি, কর্মদক্ষতা উন্নয়ন, শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি, উদ্যোক্তা উন্নয়ন, উদ্ভাবন, গবেষণার বাণিজ্যিকীকরণ, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ এবং ৫-জি বিষয়গুলো অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন। 

প্রফেসর হাসিনা খান সভায় কমিটির কার্যপরিধি ও অগ্রগতি তুলে ধরেন। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম নিজ বিশ্ববিদ্যালয়ে ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতি বাস্তবায়ন বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের প্রফেসর ড. কাজী মুহাইমিন-আস-সাকিব, বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌরিত ইউজিসি কর্তৃক প্রণীত ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতি বিষয়ে খসড়া রুপরেখা তুলে ধরেন। 

এ ছাড়া, উচ্চশিক্ষায় ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতি বাস্তবায়নে ইউজিসি কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা উপকমিটির কার্যপরিধি তুলে ধরেন কমিশনের উপপরিচালক বিষ্ণু মল্লিক।


পাঠকের মন্তব্য দেখুন
রোববার থেকে সরকারি প্রাথমিকে মর্নিং স্কুল, খোলার প্রজ্ঞাপন জারি - dainik shiksha রোববার থেকে সরকারি প্রাথমিকে মর্নিং স্কুল, খোলার প্রজ্ঞাপন জারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের - dainik shiksha ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের গরমে কলেজে কোচিং, দুদিনে অসুস্থ ৮ ছাত্রী - dainik shiksha গরমে কলেজে কোচিং, দুদিনে অসুস্থ ৮ ছাত্রী কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে নিবন্ধিত শিক্ষক নিয়োগে এনটিআরসির নতুন নির্দেশনা - dainik shiksha নিবন্ধিত শিক্ষক নিয়োগে এনটিআরসির নতুন নির্দেশনা দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে জাল সনদে চাকরি করছে কয়েক হাজার হেলথ টেকনোলজিস্ট - dainik shiksha জাল সনদে চাকরি করছে কয়েক হাজার হেলথ টেকনোলজিস্ট ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের - dainik shiksha ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের আইনি লড়াইয়ে যাচ্ছেন শিক্ষক নেতা কাওছার শেখ - dainik shiksha আইনি লড়াইয়ে যাচ্ছেন শিক্ষক নেতা কাওছার শেখ please click here to view dainikshiksha website Execution time: 0.0031569004058838