বারবার তাগিদ দেয়ার পরও স্থায়ী ক্যাম্পাসে না যাওয়ায় দেশের চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। বিশ্ববিদ্যালয়গুলো হলো স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, আশা ইউনিভার্সিটি, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ও ভিক্টোরিয়া ইউনিভার্সিটি।
সোমবার রাতে দৈনিক শিক্ষাডটকমকে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন ইউজিসির সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ। তিনি বলেন, এ মাস থেকে ওই সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্ত কার্যকর হবে।
ইউজিসি সূত্রে জানা গেছে, আরও একাধিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থী ভর্তি করা গেলেও অস্থায়ী ক্যাম্পাসে ভর্তি করা যাবে না। দেশে ১০৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে। আইন অনুযায়ী, প্রতিষ্ঠার সাত বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে যেতে হবে। কিন্তু বেশকিছু বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যম্পাসে যেতে চাচ্ছিলো না।
স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু করতে প্রতিষ্ঠানগুলোকে চার দফা আলটিমেটাম দিয়েছিলো ইউজিসি। ৩১ ডিসেম্বরের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে কার্যক্রম শুরুর নির্দেশনা দিয়েছিলো ইউজিসি। কিন্তু চার দফা আলটিমেটামের পরও এ চার বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু করেনি।
২০১২ খ্রিষ্টাব্দে থেকে এসব বিশ্ববিদ্যালয়গুলোকে স্থায়ী ক্যাম্পাসে যেতে তাগিদ দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু বারবার নির্দেশনা বাস্তবায়ন না করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তবে এবার নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।
বারবার তাগিদ দেয়ার পরও স্থায়ী ক্যাম্পাসে না যাওয়ায় দেশের চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। বিশ্ববিদ্যালয়গুলো হলো স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, আশা ইউনিভার্সিটি, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ও ভিক্টোরিয়া ইউনিভার্সিটি।
সোমবার রাতে দৈনিক শিক্ষাডটকমকে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন ইউজিসির সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ। তিনি বলেন, এ মাস থেকে ওই সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্ত কার্যকর হবে।
ইউজিসি সূত্রে জানা গেছে, আরও একাধিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থী ভর্তি করা গেলেও অস্থায়ী ক্যাম্পাসে ভর্তি করা যাবে না। দেশে ১০৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে। আইন অনুযায়ী, প্রতিষ্ঠার সাত বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে যেতে হবে। কিন্তু বেশকিছু বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যম্পাসে যেতে চাচ্ছিলো না।
স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু করতে প্রতিষ্ঠানগুলোকে চার দফা আলটিমেটাম দিয়েছিলো ইউজিসি। ৩১ ডিসেম্বরের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে কার্যক্রম শুরুর নির্দেশনা দিয়েছিলো ইউজিসি। কিন্তু চার দফা আলটিমেটামের পরও এ চার বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু করেনি।
২০১২ খ্রিষ্টাব্দে থেকে এসব বিশ্ববিদ্যালয়গুলোকে স্থায়ী ক্যাম্পাসে যেতে তাগিদ দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু বারবার নির্দেশনা বাস্তবায়ন না করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তবে এবার নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।