নতুন শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত ফি নেয়ার অভিযোগ উঠেছে রাজধানী ঢাকার ১৩টি বেসরকারি স্কুলের বিরুদ্ধে। রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়, সামসুল হক খান উচ্চ বিদ্যালয়, গ্রীনফিল্ড স্কুল অ্যান্ড কলেজসহ ১৩টি স্কুল ভর্তিতে অতিরিক্ত ফি নিচ্ছে বলে অভিযোগ এসেছে শিক্ষা মন্ত্রণালয়। বিষয়গুলো খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ইতোমধ্যে অভিযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরেজমিনে পরিদর্শনে চারটি কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছেন।
ভর্তিতে অতিরিক্ত ফি নেয়া প্রতিষ্ঠানগুলো হলেও গ্রীনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ, হোপ ইন্টারন্যাশনাল স্কুল, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, চেতনা মডেল একাডেমি, মীরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ, শহীদ আনোয়ারা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, প্রিপাইটরি গ্রামার স্কুল ও কসমো স্কুল।
অতিরিক্ত ফি নেয়ায় অভিযুক্ত স্কুলের তালিকায় আরও রয়েছে, সামসুল হক খান উচ্চ বিদ্যালয়, বনফুল গ্রীনহার্ট আদিবাসী কলেজ, এস ও এস হারম্যান মেইনর কলেজ ও শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ। ভর্তিতে এ স্কুলগুলো অতিরিক্ত ফি নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার এ প্রতিষ্ঠানগুলো বিরুদ্ধে ওঠা অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখতে চারটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এসব কমিটিতে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন সরকারি স্কুলের প্রধান শিক্ষক ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা আছেন।
কমিটি গঠনের আদেশে মন্ত্রণালয় বলেছে, নির্ধারিত ফিয়ের অতিরিক্ত ভর্তি ফি ও অন্যান্য ফি নেয়ার বিষয়ে পাওয়া অভিযোগের ভিত্তিতে চারটি কমিটি গঠন করা হলো। কমিটি পরিদর্শন করে প্রতিবেদন দেবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।