ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে ভাওয়াল মির্জাপুর কলেজে আলোচনাসভা, দোয়া, মিলাদ ও শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার কলেজ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল হোসেন।
কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অতিথি বৃহত্তর ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক মুসল্লী, কলেজের সাবেক অধ্যক্ষ মো. নওজেশ আলী, সাবেক অধ্যক্ষ দেওয়ান আবদুর রশীদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক মো. শাহজালাল।
এছাড়া ইসলামি সঙ্গীত পরিবেশন করেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক কাজী কবির হোসেন, ইতিহাস বিভাগের প্রভাষক মো. সাব্বির হোসেন ও দ্বাদশ শ্রেণির ছাত্রী সানজিদা খাতুন।
বক্তব্য ও ইসলামি সঙ্গীত পরিবেশন করার পর হযরত মুহাম্মদ (স.) এর ওপর জীবন ও আদর্শভিত্তিক রচনা প্রতিযোগিতায় বিজয়ী তিন জনকে পুরষ্কার দেয়া হয়।
অধ্যক্ষ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার পাশাপাশি হযরত মুহাম্মদ (স.) আদর্শ ধারণ করে জীবন পরিচালিত করবে তবেই ইহকাল ও পরকাল হবে শান্তি ও সুখের।
পরিশেষে সবার মঙ্গল ও মহানবী হজরত মুহাম্মদ (স.) এর দরুদ পাঠশেষে মোনাজাত পরিচালনা করেন ইসলাম বিভাগের অধ্যাপক মো. আবদুল বারী।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।