বিনামূল্যে বিতরণের জন্য সরকারি নতুন পাঠ্যবই চট্টগ্রাম নগরীর ভাঙ্গাড়ির দোকানে বিক্রির ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। গতকাল সোমবার দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবদুল মালেক।
তিনি বলেন, কিছুদিন আগে নগরের বহদ্দারহাটে ভাঙারির দোকানে কেজি দরে প্রাথমিকের নতুন বই বিক্রির বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি জানার পর চাদগাঁও সহকারী কমিশনারকে (ভূমি) তদন্তের নির্দেশনা দেয়া হয়েছে।
চাদগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা বলেন, ঘটনার পর চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তদন্তের নির্দেশনা দিয়েছেন। তদন্ত চলছে। এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেয়া হবে।
এর আগে গত ২৬ জানুয়ারি নগরের চান্দগাঁও থানার মৌলভী পুকুরপাড় এলাকার একটি ভাঙারির দোকানে ১২ বস্তা বই জব্দ করে চাদগাঁও থানা পুলিশ। জেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হলেও তিনি বিষয়টি এড়িয়ে যান।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।