কাঙ্ক্ষিত যোগ্যতা ও অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও পাবনা জেলার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগ ও এমপিওভুক্তির বিষয়ে অভিযোগ তদন্তে কর্মকর্তা মনোনয়ন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সহকারী পরিচালক তপন কুমার দাস স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের যোগ্যতা ও অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও অধ্যক্ষ নিয়োগ ও এমপিওভুক্তিকরণের বিষয়ে ওই কলেজের সাবেক সদস্য মো. গোলাম রসুল (পান্ডু) এ দপ্তরে অভিযোগ করেন।
এ অভিযোগের বিষয়ে ১৫ কর্মদিবসের মধ্যে সরেজমিন তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দেয়ার জন্য এ অধিদপ্তরের ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইংয়ের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম এবং মাধ্যমিকের শিক্ষা অফিসার মিজানুর রহমানকে মনোনয়ন দেয়া হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।