দৈনিক শিক্ষাডটকম, ঢাবি প্রতিনিধি: বাংলাদেশের ২৩ জন নাগরিককে তুলে নিয়ে যাওয়া, বিজিবির সদস্য রইসউদ্দীনকে গুলি করে হত্যার মতো ঘটনাগুলোকে ‘ভারতীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
সমাবেশ বক্তব্য দেন বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ, আইন বিভাগের সাখাওয়াত জাকারিয়া, ইসলামিক স্টাডিজ বিভাগের সামিয়া ইসলাম প্রমুখ।
মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ বলেন, ‘ভারতের সঙ্গে অনেক দেশের সীমানা রয়েছে, সেই সীমানাগুলোতে তো মানুষকে মারা হয় না। ভারত যদি বন্ধুরাষ্ট্র হয়, তাহলে আমাদের দেশের নাগরিকদের মারে কেন, আমাদের ওপর কেন গুলি করা হবে! তারা (ভারত) টাঙ্গাইল শাড়িকে নিজেদের নামে নিবন্ধন করেছে। গত ১২ বছর ধরে তিস্তার ন্যায্য হিস্যা আমাদের দেয়নি। এভাবে তারা আমাদের ওপর নানা ধরনের আগ্রাসন চালাচ্ছে।’
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৫ ফেব্রুয়ারি ২৩ জন সাধারণ নাগরিককে তুলে নিয়ে গেছে উল্লেখ করে সাখাওয়াত জাকারিয়া বলেন, ‘আমাদের কোনো ব্যক্তিকে যদি হত্যা করা হয়, তাহলে বন্ধুরাষ্ট্রকেও জবাবদিহির আওতায় আনতে হবে।’