ভারতের একটি পাবলিক স্কুলে কথিত আচার বলিদানে সাত বছর বয়সী বালককে হত্যার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ।
ভারতের ঐতিহাসিক স্থাপনা তাজমহল থেকে দূরে হাথ্রাস শহরে একটি স্কুলের হোস্টেলে এ ঘটনা ঘটে। গত রোববার রাতে স্কুলের হোস্টেলের বিছানা থেকে ওই বালকের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ বলেছে স্কুলের পরিচালক দীনেশ বাঘেল তার গাড়ির ট্রাঙ্কে ওই বালকের মরদেহ লুকিয়ে রেখেছিলেন।
পুলিশ কর্মকর্তা হিমাংশু মাথুর এএফপিকে বলেছেন, বাঘেলের বাবার দ্বারা পরিচালিত একটি কালো জাদু অনুষ্ঠানের আগে বালককে হত্যা করা হয়।
তিনি আরও বলেন, বালককে বলিদানের জন্য মন্দিরের একটি বেদীতে নিয়ে যাওয়ার কথা ছিল। সেখানে কিছু আনুষ্ঠিকতা শেষে তাকে বলিদান দেওয়া হতো। কিন্তু আগেই তাকে হত্যা করা হয়। বাঘেল এবং তার বাবা ও স্কুলের তিন শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।
কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি মাথুর। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ওই বালকের মরদেহের ময়নাতদন্তের পরীক্ষা চলছে।
ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো অনুযায়ী, ২০১৪ থেকে ২০২১ খ্রিষ্টাব্দের মধ্যে দেশে মানব বলির ঘটনায় ১০৩টি মামলা হয়েছে।
এ ধরনের বলিদান সাধারণত দেবতাদের সন্তুষ্ট করার জন্য করা হয়। জাদুবিদ্যার ওপর বিশ্বাস থেকে উপজাতীয় এবং প্রত্যন্ত অঞ্চলে বলিদানের ঘটনা বেশি ঘটে।