ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে। বহু রাস্তাঘাট প্লাবিত হয়েছে অন্যতম প্রধান এই শহরটির। ফলে অনেক এলাকায় সৃষ্টি হয় প্রবল যানজটের, যার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
এমনকি প্রবল বৃষ্টিপাতের কারণে আজ বৃহস্পতিবার স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করতে বাধ্য হয় মুম্বাই পৌর কর্পোরেশন। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।
টাইমস অব ইন্ডিইয়া বলছে, বুধবার সন্ধ্যা থেকেই ভারী বৃষ্টি শুরু হয় মুম্বাইয়ে। ব্যাপক বৃষ্টিপাতে বিপর্যস্ত রাজধানীতে এ পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার আন্ধেরিতে খোলা ম্যানহোলে পড়ে মারা যান এক নারী।
এদিকে ভারী বৃষ্টি এবং প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান চলাচলও ব্যাহত হয়েছে। দিল্লি থেকে মুম্বাইগামী একটি বিমানকে হায়দরাবাদে অবতরণের নির্দেশ দেওয়া হয়।
স্পাইসজেট ও ভিস্তারা তাদের একাধিক ফ্লাইটের যাত্রাপথ পরিবর্তন করেছে। ভিস্তারার একটি বিমান হায়দরাবাদ থেকে মুম্বাই আসছিল। কিন্তু, ভারী বৃষ্টির জন্য মুম্বাই বিমানবন্দরে অবতরণ করানো যায়নি। বিমানটিকে ফের হায়দরাবাদে পাঠানো হয়।
এনডিটিভি জানিয়েছে, ভারী বৃষ্টিপাতে মুম্বাইয়ের একাধিক জায়গায় রেললাইন প্লাবিত হয়েছে। ফলে ট্রেন চলাচলও ব্যাহত হচ্ছে।
ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) মুম্বাই এবং এর আশেপাশের অঞ্চলগুলোতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত "অত্যন্ত ভারী বৃষ্টিপাতের" সতর্কতা জারি করেছে। এমনকি বৃহস্পতিবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।