দৈনিকশিক্ষাডটকম প্রতিবেদক : রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং নবম শ্রেণিতে নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরুর সময় জানানো হয়েছে। রোববার প্রকাশিত এক নোটিশে চার শ্রেণির নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু ও ছুটির সময় জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
জানা গেছে, প্রভাতী শাখায় এ চার শ্রেণিতে নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে সকালে সাড়ে আটটায়। প্রভাতী শাখার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের ছুটি হবে সকাল সাড়ে দশটায়। আর প্রভাতী শাখার নবম শ্রেণির শিক্ষার্থীদের ছুটি হবে বেলা ১২টায়।
অপরদিকে দিবা শাখার এ চার শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে বেলা ১২টায়। দিবা শাখার প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের ছুটি হবে দুপুর ২টায়। আর তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের ছুটি হবে তিনটা দশ মিনিটে। আর দিবা শাখার নবম শ্রেণির শিক্ষার্থীদের ছুটি হবে বিকেলে সাড়ে তিনটায়।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী স্বাক্ষরিত ওই নোটিশে আরো বলা হয়েছে, ৩ জানুয়ারি প্রত্যেক নতুন শিক্ষার্থী নিজ নাম, শ্রেণি, আইডি ও বাবা-মায়ের ফোন নম্বর ড্রেসে পিন দিয়ে লাগিয়ে আসবে। যথাযথ ইউনিফর্ম পরে পানি ও টিফিন নিয়ে আসতে হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।