জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য ২০২১ খ্রিষ্টাব্দের অনার্স দ্বিতীয় বর্ষের শুধু ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (পত্র কোড- ২২১৬০৩) বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার কুড়িগ্রামের মজিদা আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্রে অনার্স দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের পরীক্ষায় ৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য একই বিষয়ে প্রশ্ন পরীক্ষার প্রশ্ন সরবরাহ করার অভিযোগ ওঠার পর পরীক্ষাটি স্থগিত করা হলো। তবে, ৯ জানুয়ারি অন্যান্য সব বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন : ৯ জানুয়ারির প্রশ্ন দেয়া হলো বৃহস্পতিবারের অনার্স পরীক্ষায়!
তিনি জানান, ৯ জানুয়ারি অন্যান্য সব বিষয়ের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (পত্র কোড- ২২১৬০৩) কোর্সের পরীক্ষার সংশোধিত তারিখ পরবর্তীতে জানানো হবে। এ পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত হবে।
জানা গেছে, বৃহস্পতিবার অনুষ্ঠিত অনার্স দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের পরীক্ষায় কুড়িগ্রামের মজিদা আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্রে ৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য একই বিষয়ে প্রশ্ন পরীক্ষার প্রশ্ন সরবরাহ করার অভিযোগ ওঠেছে। একাধিক পরীক্ষার্থী, শিক্ষক ও পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরীক্ষা শুরুর পর বিষয়টি বুঝতে পেরে পরীক্ষার্থীদের কাছে প্রশ্নপত্র ফেরত নিয়ে পুনরায় সঠিক প্রশ্নে এনে পরীক্ষা নেয়া হয়। এতে পরীক্ষা নিতে কিছুটা বেশি সময় লাগে। বৃহস্পতিবার রাতে বিষয় নিয়ে দৈনিক শিক্ষাডটকমে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর পরীক্ষা স্থগিতে ঘোষণা এলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব (লিংক যাবে) করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।