নীলফামারীর জলঢাকা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নে ছিলো ৫ টি বানান ভুল। আর ওই ভুলে ভরা প্রশ্ন ফটোকপি করে রোববার (১২ মার্চ) অনুষ্ঠিত হয়েছে কলেজের ১০০ নম্বরের বাংলা পরীক্ষা।
প্রশ্ন পর্যালোচনা করে দেখা যায়, জলঢাকা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয় কর্তৃপক্ষ 'শুদ্ধ' বানান লিখেছে স্থানে মুদ্ধ লিখেছেন। ‘উদাহারণ’ বানান লিখেছে ‘উদাহার’। ‘ব্রাহ্মণ’ বানান লিখেছে ‘ব্রাক্ষন’। ‘রাজপুত্র’ বানান লেখা হয়েছে ‘রাজপত্র’। জানা গেছে, রোববার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় মোট ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ভুলে ভরা প্রশ্নপত্রের বিষয়ে জানতে চাইলে নির্বাচনী পরীক্ষা কমিটির আহ্বায়ক ও ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক ফারুকুজ্জামান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ব্যস্ত আছি। এরপর কল কেটে দিয়ে মুঠোফোন বন্ধ করে দেন তিনি।
জানতে চাইলে জলঢাকা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকবর আলী দৈনিক শিক্ষাডটকমকে বলেন, মুদ্রনে ভুল হতে পারে, তবে পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্রে ভুলের বিষয়টি শিক্ষার্থীদের জানানো হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক পরীক্ষার্থী দৈনিক শিক্ষাডটকমকে জানান, প্রশ্নপত্রে ভুলের বিষয়টি জানাতে কোনো স্যার পরীক্ষার হলে আসেননি, কেউ বলেননি। প্রশ্নপত্র অনুযায়ী আমরা বাংলা দ্বিতীয় পরীক্ষা দিয়েছি।
জানতে চাইলে জলঢাকা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জিন্নাতুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, প্রশ্নপত্রে বানান ভুল লেখা পরীক্ষা কমিটির দায়িত্বে অবহেলা, বিষয়টি তদন্ত করে দেখা হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।