ভোকেশনাল শিক্ষাক্রমের ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির ২০২৪ খ্রিষ্টাব্দের বার্ষিক পরীক্ষা পরিমার্জিত সিলেবাসের যতোটুকু পড়ানো শেষ হয়েছে তার ভিত্তিতে অনুষ্ঠিত হবে। এমন নির্দেশনা কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধানদের পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত ২০২৪ খ্রিষ্টাব্দের প্রি-ভোকেশনাল শিক্ষাক্রমের ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত পরীক্ষা বর্ষপঞ্জি অনুসারে সিলেবাসের যতোটুকু সম্পন্ন হয়েছে সে অনুযায়ী নিজ ব্যবস্থাপনায় গ্রহণ করতে হবে। তবে, যাতে করে পূর্ণাঙ্গ সিলেবাস পাঠদান সম্পন্ন করানো যায় সে চেষ্টা করতে হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।