মঙ্গলবার ব্রাসেলস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মঙ্গলবার ব্রাসেলস সফরে যাচ্ছেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আশা করছেন, সফরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় ওঠার ঘোষণা আসবে। 

রোববার দুপুরে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর ব্রাসেলস সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ২৫ ও ২৬ অক্টোবর ইইউ ব্রাসেলসে গ্লোবাল গেটওয়ের আয়োজন করেছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের আমন্ত্রণে এতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য তিনি মঙ্গলবার সকালে বাংলাদেশ বিমানের বাণিজ্যিক ফ্লাইটে ঢাকা ছেড়ে সন্ধ্যায় ব্রাসেলস পৌঁছাবেন। ২৬ অক্টোবর রাতে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে ব্রাসেলস ছাড়বেন।  

ইইউ ২০২১ খ্রিষ্টাব্দের ডিসেম্বরে বিশ্বজুড়ে স্মার্ট, পরিবেশবান্ধব, নিরাপদ ডিজিটাল প্রযুক্তি, জ্বালানি, পরিবহন খাতে অবকাঠামো নির্মাণ এবং স্বাস্থ্য, শিক্ষা ও গবেষণা ব্যবস্থা শক্তিশালী করতে গ্লোবাল গেটওয়ে ঘোষণা করে। এর আওতায় সদস্য রাষ্ট্র ও অন্যান্য অংশীদার অগ্রাধিকার খাতে ২০২৭ খ্রিষ্টাব্দের মধ্যে ৩০০ বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে। প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ এ থেকে সুবিধা পেতে চাইছে।

আব্দুল মোমেন বলেন, সফরে ইইউ প্রেসিডেন্ট, ইউরোপিয়ান কমিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ইউরোপিয়ান ট্রেড কমিশনারের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। ইইউ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বাংলাদেশ-ইইউর ৫০ বছরের অংশীদারত্ব সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত করার ঘোষণা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এ বৈঠকের পর বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৩৫ কোটি ইউরোর একটি ঋণ সহায়তা চুক্তি সই হবে।

এ ছাড়া বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে অনুদান হিসেবে ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে সাড়ে ৪ কোটি, বাংলাদেশ সরকার ও ইউরোপীয় কমিশনের মধ্যে এক কোটি ২০ লাখ এবং বাংলাদেশ সরকার ও ইউরোপীয় কমিশনের মধ্যে সামাজিক খাতে ৭ কোটি ইউরোর পাঁচটি আলাদা অনুদান চুক্তি হবে। প্রধানমন্ত্রী গ্লোবাল গেটওয়ের অংশগ্রহণকারী রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে নৈশভোজে অংশ নেবেন। এর পর ২৬ অক্টোবর বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রো ও লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী হেভিয়ার বিটেলের সঙ্গে বৈঠক করবেন। ওই দিন বিকেলে ব্রাসেলসের প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন শেখ হাসিনা।

ইইউর পর্যবেক্ষণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচন পর্যবেক্ষণে ইইউ থেকে সাত সদস্যের প্রতিনিধি দল আসবে। বাংলাদেশ সরকার তাদের খরচ বহন করবে না। তবে বাংলাদেশে অবস্থানকালে তাদের কারিগরি সহায়তা (লজিস্টিক সাপোর্ট) দেওয়া হবে।’ 

তিনি বলেন, ‘ইইউ বলেছে, তারা বড় দল পাঠাবে না; বাজেটে সমস্যা। সব দেশে এখন বাজেট সমস্যা। এ জন্য তারা সাতজনের একটি প্রতিনিধি দল পাঠাবে।’


পাঠকের মন্তব্য দেখুন
পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষা - dainik shiksha পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষা প্রশ্নফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড, খালাস ১১৪ - dainik shiksha প্রশ্নফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড, খালাস ১১৪ শিক্ষা ভবনের সেই বিপুলকে বদলি, গ্রেফতার চান এমপিও শিক্ষকরা - dainik shiksha শিক্ষা ভবনের সেই বিপুলকে বদলি, গ্রেফতার চান এমপিও শিক্ষকরা পলাতক ফাহিমার ক্যাশিয়ার কামালকে গ্রেফতারের দাবি - dainik shiksha পলাতক ফাহিমার ক্যাশিয়ার কামালকে গ্রেফতারের দাবি দীপু মনির ক্যাশিয়ার পাঠ্যপুস্তক বোর্ডের সচিব নাজমাকে বদলি - dainik shiksha দীপু মনির ক্যাশিয়ার পাঠ্যপুস্তক বোর্ডের সচিব নাজমাকে বদলি ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস - dainik shiksha ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস রাষ্ট্র পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা - dainik shiksha রাষ্ট্র পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা শিক্ষা কমিশন কেনো হলো না - dainik shiksha শিক্ষা কমিশন কেনো হলো না ১৫ এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে - dainik shiksha ১৫ এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যায় ক্ষতির পরিমাণ ও সবুজায়নের তথ্য আহ্বান - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যায় ক্ষতির পরিমাণ ও সবুজায়নের তথ্য আহ্বান please click here to view dainikshiksha website Execution time: 0.0037150382995605