কুড়িগ্রামের চিলমারীর থানাহাট ইউনিয়নের মজাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই স্কুলে চিলমারী উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেরিনারি হসপিটালের আয়োজনে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) অর্থায়নে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালক মুজাহিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে চিলমারী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নুরুজ্জামান আজাদ জামান, উপজেলা ভেটেনারি সার্জন মো. শাহীন আলম, উপজেলা শিক্ষা অফিসার মো. আবু ছালেহ্ সরকারসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, আমরা সবাই জানি দুধ একটি পুষ্টিকর খাবার। মানবসম্পদ উন্নয়ন, সামাজিক, নিরাপত্তা, শিশু কিশোর-কিশোরীদের পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে আজকের এই আয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ খ্রিষ্টাব্দের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশ গঠন করতে হলে মানুষের পুষ্টি নিশ্চিত করতে হবে।