গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত ভারতের মণিপুর রাজ্যে দুই মাস পর বুধবার স্কুল খুলেছিল। গতকাল বৃহস্পতিবার সেই স্কুলের বাইরে গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন এক শিক্ষিকা। পশ্চিম ইম্ফল জেলায় একটি স্কুলের বাইরে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা। খবর এনডিটিভির।
গত দুই মাসব্যাপী মণিপুরে সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয়েছে। অশান্তির মধ্যেই সে রাজ্যে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরও পরিস্থিতির বদল ঘটেনি। বিজেপি শাসিত মণিপুরে অশান্তি নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। সে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছে বেশ কয়েকটি বিরোধী দল। মণিপুর পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী কেন নীরব, সেই প্রশ্নও তুলেছে বিরোধীরা।
সংঘর্ষের মধ্যেই গত সোমবার স্কুল খোলার কথা ঘোষণা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। সেইমতো বুধবার প্রথম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য স্কুল খোলে। প্রথম দিন শিক্ষার্থীদের উপস্থিতির হার খুবই কম ছিল। যদিও স্কুল খোলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা। এর মধ্যেই আবার গুলি চালানোর ঘটনা ঘটল রাজ্যটিতে।