রাজধানীর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে ফের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত অধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির নতুন অধ্যক্ষ হয়েছেন সহযোগী অধ্যাপক মো. মাহফুজুর রহমান। শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের এ শিক্ষককে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাকে এ পদে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জানা গেছে, মো. মাহফুজুর রহমান ঢাকা উদ্যান সরকারি মহাবিদ্যালয়ে কর্মরত ছিলেন।
শিক্ষা মন্ত্রণালয় বলছে, তাকে আগামী ৬ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে।
এর আগে ২০২১ খ্রিষ্টাব্দে ৫ মে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ পদে প্রেষণে পদায়ন পেয়েছিলেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা ড. মুন্সী শরীফ-উজ্জামান। চলতি বছরের শুরুতে তাকে প্রেষণ প্রত্যাহার করে ওএসডি করা হয়েছিলো। এরপর থেকে প্রতিষ্ঠানটির অধ্যক্ষের পদটি খালি ছিলো। ফের প্রতিষ্ঠানটিতে প্রেষণে শিক্ষা ক্যাডার কর্মকর্তা মো. মাহফুজুর রহমানকে নিয়োগ দেয়া হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।