রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজকে ট্রাস্টভুক্ত প্রতিষ্ঠানে রূপান্তরের সুযোগ নেই বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আদালত থেকে জারি হওয়া এক নির্দেশনায় প্রতিষ্ঠানটিকে ট্রাস্টভুক্ত করার সুযোগ নেই বলেও জানানো হয়েছে। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিষয়টি নিষ্পত্তি করতে লিখিতভাবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে তা জানিয়েছে অধিদপ্তর।
রোববার সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা ও মাঠ পর্যায়ের একজন শিক্ষা কর্মকর্তা বিষয়টি দৈনিক আমাদের বার্তাকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, প্রতিষ্ঠানটিকে ট্রাস্টভুক্ত রূপান্তরের সুযোগ না থাকার বিষয়টি গত ২১ সেপ্টেম্বর লিখিতভাবে জানিয়েছে অধিদপ্তর। ওই চিঠিটি রোববার মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষকে পাঠিয়ে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলে হয়েছে।
জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী বিষয়টি নিশ্চিত করে দৈনিক আমাদের বার্তাকে বলেন, মনিপুর স্কুল অ্যান্ড কলেজকে ট্রাস্টভুক্ত প্রতিষ্ঠানে রূপান্তরে সুযোগ নেই বলে আদালত থেকে নির্দেশনা দেয়া হয়েছিলো। বিষয়টি নিষ্পত্তি করতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে।
জানতে চাইলে মিরপুরের থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের ফকির দৈনিক আমাদের বার্তাকে বলেন, প্রতিষ্ঠানটি ট্রাস্টভুক্ত করার সুযোগ নেই বলে অধিদপ্তর থেকে নির্দেশনা দেয়া হয়েছে। এ বিষয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে রোববার জানানো হয়েছে। আর প্রতিষ্ঠানটি ট্রাস্টভুক্ত না করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।