বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের বেশ কয়েকটি ধারা সংশোধন করে ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ নামে নতুন একটি আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
এতে সাইবার নিরাপত্তা আইনের খসড়ার ২১ ধারাসহ দুটি ধারার সংশোধন আনা হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ৭ আগস্ট অনুষ্ঠিত বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে সাইবার নিরাপত্তা আইন-২০২৩ করার সিদ্ধান্ত হয় বৈঠকে।
তখন আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি ধারা বাতিল হচ্ছে। অর্থাৎ, নতুন আইনে ডিজিটাল নিরাপত্তা আইনের অনেক কিছুই থাকবে।
২০১৮ খ্রিষ্টাব্দে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের সময় এটি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। বিভিন্ন মহল থেকে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল বা সংশোধনের দাবি উঠেছিল। মানবাধিকারকর্মী ও সাংবাদিকদের অভিযোগ, ডিজিটাল জগতে নিরাপত্তার কথা বলা হলেও আইনটি গণমাধ্যম ও বিরোধীদের কণ্ঠ রোধে ব্যবহার করা হচ্ছে।
এরপর সাইবার নিরাপত্তা আইনের খসড়া নিয়েও তেমন বিতর্ক সামনে আসে। বিদ্যমান আইন এবং প্রস্তাবিত আইনের দর্শনগত তেমন পার্থক্য নেই বলে মনে করছেন অনেকে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তথ্যপ্রযুক্তির পরিধি ক্রমান্বয়ে বাড়ছে। বিশাল এই পরিধিকে ধারণ করতেই আইনটি পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।