ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নিচ্ছেন না সিনিয়র আইনজীবী এহসানুল হক সমাজী। বিএনপিদলীয় আইনজীবীরা তার নিয়োগে বিরোধিতা করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানোয় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দায়িত্ব না নেয়ার বিষয়ে তিনি সুপ্রীম কোর্টস্থ সলিসিটর অনুবিভাগ (জিপি/পিপি শাখা) আইন ও বিচার বিভাগ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে তিনি বৃহস্পতিবার একটি চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে তিনি লিখেছেন, ‘অতি সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমসহ অন্যান্য সূত্রে জ্ঞাত হই যে, আপনার কার্যালয় হইতে ইস্যুকৃত পত্রযোগে আমাকে মহানগর পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগ দান করা হইয়াছে, তজ্জন্য আমি উপদেষ্টা মহোদয়সহ সংশ্লিষ্ট সকলের নিকট কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করিতেছি।
এর আগে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ সলিসিটর মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত ২৭ আগস্ট তাকে নিয়োগ প্রদান করেন। যা গতকাল বুধবার মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর সেদিন দুপুরে বিএনপিপন্থি আইনজীবীরা সাধারণ আইনজীবীর ব্যানারে ঢাকা আইনজীবী সমিতির সামনে নিয়োগ বাতিল চেয়ে বিক্ষোভ সমাবেশ করে। সেখানে অবিলম্বে এহসানুল হক সমাজীর নিয়োগ বাতিলের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানান। তা না হলে তাকে এ দায়িত্বপালন করতে দেয়া হবে না মর্মে হুমকি প্রদান করেন। তারা সমাজীকে আওয়ামী লীগ সরকারের প্রেতাত্মা বলে অভিহিত করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সুবিদা দেয়ার জন্য নিয়োগ দেয়া হচ্ছে বলে উল্লেখ করেন। উক্ত সমাবেশে ঢাকা আইনজীবী সমিতির বিএনপি দলীয় সাবেক সভাপতি বোরহান উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকীকে নেতৃত্ব দিতে দেখা যায়।
উল্লেখ্য, বিগত ওয়ানইলেভেন তত্ত্বাবধায়ক সরকারের সময় এহসানুল হক সমাজী ২ বছর ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব পালন করেছিলেন।