বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মো. লিয়াকত আলীকে সভাপতি এবং মো. অহিদুর রহমানকে মহাসচিব করে ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
শনিবার রাজধানীর সেগুনবাগিচার মেট্রো লাউঞ্জে কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন পরিষদের সভাপতি মো. লিয়াকত আলী, মহাসচিব মো. অহিদুর রহমানসহ মো. আজিজুল হক খোকন, মো. জাকির হোসেন, মো. ইকবাল হোসেন, সৈয়দ লিয়াকত আলী প্রমুখ।
সভায় দুর্নীতিমুক্ত বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠন এবং যুগোপযোগী শিক্ষাব্যবস্থা বাস্তবায়নের লক্ষে কাজ করার অঙ্গীকার করা হয়।
১১ সদস্য বিশিষ্ট সার্চ কমিটির নির্বাচিত কেন্দ্রীয় কমিটির বাকিরা হলেন: সভাপতি হয়েছেন মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতি সভাপতি মো. লিয়াফত আলী, আর কার্যকরি সভাপতি হলেন মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আজিজুল হক খোকন, সুবর্ণচরের ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহমেদ, মুন্সিগঞ্জের জেলা শিক্ষা অফিসের হিসাব রক্ষক মো. জাকির হোসেন, বাঙলা কলেজের হিসাব রক্ষক মো. ইকবাল হোসেন, সেনবাগ সরকারি কলেজের প্রধান সহকারী সৈয়দ লিয়াকত আলী।
সহ-সভাপতি হয়েছেন, বেগমগঞ্জ উপজেলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোহতাসিম বিল্লাহ, মোহাম্মপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের উচ্চমান সহকারী আবুল কাসেম, ধামরাই সরকারি কলেজের প্রধান সহকারী শহীদুজ্জামান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কম্পিউটার অপারেটর গোলাম মোস্তফা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উন্নমান সহকারী মো. গোলাম রসুল।
মহাসচিব হয়েছেন, কুমিল্লা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অফিসের সাটলিপিকার মো. অহিদুর রহমান। যুগ্ন- মহাসচিব, মোহাম্মদপুর সরকারি কলেজের প্রধান সহকারী মো. শাহজাহান আলী, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী মো. আরিফ হোসেন, সরকারি তিতুমীর কলেজের হিসাব রক্ষক আব্দুল মোল্লাক আকন্দ, আরমানিটোলা সরকারি কলেজের উচ্চমান সহকারী মো. নূরুজ্জামান, ব্রহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসের হিসাব রক্ষক মো. শাহা উদ্দিন।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন, ঢাকা কলেজের অফিস সহকারী মো. সোহরাব হোসেন।
সহ সাংগঠনিক সম্পাদক, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক মো. সবুজ মিয়া।
অর্থ সম্পাদক সম্পাদক মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী মেহেদী হাসান।
দপ্তর সম্পাদক হলেন, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর জামাল হোসেন।
প্রচার সম্পাদক মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক মো. রাজিব হোসেন, আইন সম্পাদক শেরে বাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ের উচ্চমান সহকারী রাশিদুল হাসান বাবুল, মহিলা বিষয়ক সম্পাদক, মোহাম্মদপুর সরকারি সরকারি উচ্চ বিদ্যালয়ের হিসাব রক্ষক ফাতেমাতুজ্জোহরা।
এ ছাড়াও সদস্য হয়েছে, ঈশ্বরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোনাজের রশিদ টিটু, মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মো. বেলায়েত হোসেন অপু, বাগেরহাট জেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক মো. মনিরুজ্জামান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী সাজ্জাদ হোসেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।