শিক্ষা ভবনের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের অফিস উদ্বোধন করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) শিক্ষা ভবনে সংগঠনটির অফিস উদ্বোধন করেন তিনি। পাঁচ বছর আগে বেসরকারি কলেজের চাকরি থেকে অবসরে যান সেলিম ভুইয়া।
দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন নতুন বাংলাদেশের অঙ্গীকার নিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ নামে এই সংগঠনটি নব উদ্যমে যাত্রা শুরু করেছে। এরই অফিস উদ্বোধন করলেন সাবেক এই অধ্যক্ষ ও শিক্ষক নেতা।
এর আগে গত শনিবার এই সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়। এতে মো. লিয়াকত আলীকে সভাপতি এবং মো. অহিদুর রহমানকে মহাসচিব করে ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে দুর্নীতিমুক্ত বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠন এবং যুগোপযোগী শিক্ষাব্যবস্থা বাস্তবায়নের লক্ষে কাজ করার অঙ্গীকার করা হয়।
এ সময়ে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও শিক্ষা অধিদপ্তরের নবনিযুক্ত পরিচালক ও শিক্ষা ক্যাডার কর্মকর্তা অধ্যাপক কাজী মো. আবু কাইয়ুম এবং কেরানীগঞ্জের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুল হক খোকন ও সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ লিয়াকত আলীসহ মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অধীনস্ত অনেক দপ্তর ও স্কুল-কলেজের সরকারি কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা অধ্যাপক এ বি এম রেজাউল করীম এই অফিস উদ্ভোধন সম্পর্কে কিছুই জানতেন না। উদ্ভোধনের সময় তিনি উপস্থিতও ছিলেন না।