পিরোজপুরের কাউখালীতে সামুদ্রিক মাছে ক্ষতিকর রঙ মেশানোর অপরাধে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার সকালে মাছের বাজারে অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ বায়েজিদুর রহমান এ জরিমানার আদেশ দেন। দণ্ডিতরা হলেন, বাগেরহাটের মৎস্য ব্যবসায়ী মো. নুরুল ইসলাম ও ইয়াকুব।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ বাজারে সোমবার সাপ্তাহিক হাটের দিন মাছ বাজারে ক্ষতিকর রাসায়নিক রঙ মিশিয়ে মাছ বিক্রি করা হচ্ছে এমন অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।
এসময় দুই ব্যবসায়ীকে সামুদ্রিক মাছে ক্ষতিকর রাসায়নিক রঙ মেশানো মাছ বিক্রি করতে দেখতে পায় আদালত। যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। এ অপরাধে মাছ ব্যবসায়ী নুরুল ইসলামকে ১০ হাজার টাকা ও ইয়াকুবকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান ও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।