দৈনিক শিক্ষাডটকম, নেত্রকোনা: মাদকদ্রব্যসহ নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু রায়হান প্রবানকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সহযোগী তফসির খানকেও গ্রেফতার করা হয়। এ ঘটনায় রায়হানকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে বারহাট্টা উপজেলার গোপালপুর বাজার থেকে তাদের গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বহিষ্কৃত আবু রায়হান নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মাঘান-শিয়াধার ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের ছেলে। প্রবান ও তার পরিবার মোহনগঞ্জ পৌর শহরের মাইলোড়ায় বসবাস করে।
পুলিশ জানায়, নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু রায়হান প্রবান মাদক বেচাকেনা করে আসছিলেন। বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ে বারহাট্টা শহরে যান তিনি। গোপন সংবাদের ভিত্তিতে বারহাট্টা উপজেলার গোপালপুর বাজারে বৃহস্পতিবার রাতে অভিযান চালায় ডিবি পুলিশ। পরে আবু রায়হানের শরীর তল্লাশি করে এক গ্রাম হেরোইন পাওয়া যায়। এ সময় তার সহযোগী তফসির খানকেও গ্রেফতার করা হয়। এ ঘটনায় বারহাট্টা থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। এ ঘটনা জানার পরে শুক্রবার জরুরি সভা করে আবু রায়হান প্রবানকে সংগঠন থেকে অব্যাহতি দেয় জেলা ছাত্রলীগ।
নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন জানান, হেরোইনসহ আবু রায়হানকে গ্রেফতারের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তরে জানানো হয়। কেন্দ্রের নির্দেশনা পেয়ে তাকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রলীগে মাদক কারবারি এবং মাদকসেবীর কোনো ঠাঁই হবে না।
নেত্রকোনা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (পূর্ব) সাইদুর রহমানের ভাষ্য, গত বছরের ১০ জুলাই ইয়াবা ও হেরোইনসহ প্রবানকে গ্রেফতার করেছিল পুলিশ। ওই মামলায় জেলহাজত থেকে জামিনে বের হয়ে প্রবান আবারও মাদক বেচাকেনা শুরু করে।