বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা মো: আবুল বাসার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের নতুন উপ-পরিচালক (অর্থ) নিযুক্ত হয়েছেন। ২ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি বিভাগের এক আদেশে প্রেষণে নিয়োগের এ তথ্য জানা গেছে। আবুল বাসার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
মাদরাসা খাত উন্নয়নের অংশ হিসেবে সরকার গত ২০১৫ খ্রিষ্টাব্দের আগস্টে এ দপ্তরের কার্যক্রম শুরু হয়। স্বল্প পরিসরে অফিস কার্যক্রম ঠিকমত পরিচালিত না হওয়ায় এবং কর্মকর্তাদের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বর্তমানে "গাইড হাউস (৭ম এবং ১০ম তলা ), নিউ বেইলি রোড, ঢাকা-১০০০" ভাড়ার ভিত্তিতে এ দপ্তরের কার্যক্রম চলছে।
এ অধিদপ্তরের মাধ্যমে ৭৯৫৪টি এমপিওভূক্ত মাদরাসায় ১,৫০,৮০০ জন শিক্ষক ও কর্মচারীদের প্রতি মাসে বেতন ও ভাতা দেয়া হচ্ছে। এছড়াও ১৫১৯ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ৪ হাজার ৫২৯ জন শিক্ষককে অনুদান দেয়া হচ্ছে।
অধিদপ্তরের প্রশাসনিক অধিক্ষেত্র সমগ্র বাংলাদশ। শিক্ষক এমপিওভুক্তকরণসহ মাদরাসা শিক্ষার একাডেমিক এবং কাঠামোগত উন্নয়নের ব্যাপারে মন্ত্রণালয়কে পরার্মশ দেয়া এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা অধিদপ্তরের প্রধান কাজ। বর্তমানে মেমিস এর মাধ্যমে অনলাইন পদ্ধতিতে এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) আবেদন দ্রুতসময়ে প্রক্রিয়াকরণ ও সরাসরি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান/বিতরণ নিশ্চিতকরণ করা হয়।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।