ছয় মাসে পর্যন্ত বকেয়া এমপিও পেতে অনলাইনে মেমিস সফটওয়্যারের মাধ্যমে আবেদন করতে হবে এমপিওভুক্ত মাদরাসা শিক্ষক-কর্মচারীদের। তবে শিক্ষক-কর্মচারীদের ছয় মাসের বেশি সময়ের বকেয়া এমপিও আবেদন করতে হবে মাদরাসা শিক্ষা অধিদপ্তরে হার্ডকপিতে। গত বছরের মে মাসে অনুর্ধ্ব তিন মাস পর্যন্ত বকেয়া এমপিওর আবেদন অনলাইনে পাঠানোর নির্দেশনা দিয়ে জারি করা আদেশটি বাতিল করেছে অধিদপ্তর।
সোমবার বিকেলে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানতে চাইলে অধিদপ্তরের অর্থ শাখার সহকারী পরিচালক মো. লুৎফর রহমান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, গতবছর (২০২২ খ্রিষ্টাব্দে) মে মাসে অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে তিন মাস পর্যন্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া এমপিওর আবেদন অনলাইনে পাঠানোর নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছিলো। কিন্তু তা বাতিল করা হয়েছে। এখন থেকে ছয় মাস পর্যন্ত বকেয়া এমপিও পেতে শিক্ষক-কর্মচারীদের মেমিসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
তিনি জানান, বিভিন্ন মাদরাসার প্রতিষ্ঠান প্রধান পদে শিক্ষকরা নিয়োগ পেলে অনেক সময় এমপিওভুক্ত হতে কয়েকমাস সময় চলে যায়। তিন মাসের বেশি সময় পর্যন্ত বকেয়া পেতে হার্ড কপিতে অধিদপ্তরে আবেদন করার বিধান থাকায় অনেক প্রতিষ্ঠান প্রধানে বকেয়া পেতে জটিলতা সৃষ্টি হয়েছিলো। তাই সে বিধান বাতিল করে ছয় মাস পর্যন্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া এমপিওর আবেদন মেমিসের মাধ্যমে করারর বিধান করা হয়েছে।
তিনি আরো জানান, তবে ছয় মাসের বেশি সময়ে ও বিজ্ঞ আদালতের আদেশে দাবিকৃত বকেয়া এমপিওর আবেদন প্রার্থীর নিজের স্বাক্ষর, প্রতিষ্ঠান প্রধান, জেলা শিক্ষা কর্মকর্তা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অগ্রায়ণ হার্ডকপিতে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ছক ও এমপিও নীতিমালা অনুযায়ী তথ্য ও প্রমাণক কাগজপত্রসহ দাখিল করতে হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।