মাদরাসা শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন হাবিবুর রহমান। তিনি শিক্ষা মন্ত্রণালয়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের মাদরাসা অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তাকে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আগের মহাপরিচালক কে এম রুহুল আমিন অবসরে যাচ্ছেন। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয় তাবে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে তাকে অবমুক্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। বৃহস্পতিবারই মাদরাসা শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে হাবিবুর রহমানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হলো।
একই প্রজ্ঞাপনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক মো. দেলোয়ার হোসাইনকে জাতীয় সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আনওয়ার হোসেনকে রাজশাহীর রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ে মালেকা খায়রুন্নেছাকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে। আর কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মুহা. বশিরুল আলমকে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক করা হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।