সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের নোয়াগাঁও দাখিল মাদরাসার পাঁচটি পদে নিয়োগে অনিয়ম ও অর্থ-বাণিজ্যের অভিযোগ উঠেছে। নিয়োগ পরীক্ষা শেষে প্রতিষ্ঠানের সভাপতি আব্দুস সালামের বিরুদ্ধে এ অভিযোগ তোলেন নিয়োগবঞ্চিত প্রার্থীরা।
নৈশপ্রহরী পদে নিয়োগবঞ্চিত শামীম আহম্মেদ বলেন, ওই মাদরাসার নৈশপ্রহরী পদে চাকরির জন্য তাঁর মামা নুরুল হকের মাধ্যমে ওই প্রতিষ্ঠানের সভাপতির সঙ্গে আর্থিক লেনদেন হয়। চাকরি না হওয়ায় পরীক্ষার পর তাঁর মামার মাধ্যমেই সে টাকা তিনি ফেরতও পেয়েছেন।
অভিযোগ অস্বীকার করে প্রতিষ্ঠানের সভাপতি সংবাদ সম্মেলন করে বলেন, ‘শামীমের মামা নুরুল হক সম্পর্কে আমার খালু শ্বশুর হন। আমার কথা বলে শামীমের কাছ থেকে তিনি টাকা নিয়েছিলেন, সেটি আমি জানতাম না। পরীক্ষা শেষে আমি বিষয়টি জানতে পেরে অফিসে বসেই সমাধান করার চেষ্টা করেছি।
গত বৃহস্পতিবার ওই প্রতিষ্ঠানের অফিসে ডিজির প্রতিনিধির উপস্থিতিতে শূন্য কোটায় একজন করে সুপার, সহকারী সুপার, নৈশপ্রহরী, নিরাপত্তাকর্মী ও আয়া পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।