মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষকরা। আজ মঙ্গলবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে বাংলাদেশ শিক্ষক সমিতির ঝালকাঠি জেলা শাখা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের আহ্বান জানান। তারা বলেন, মাধ্যমিক স্তরের শিক্ষা সরকারিকরণ করা এখন সময়ের দাবি। দ্রুত এ দাবি বাস্তবায়নের আহ্বানও জানান শিক্ষকরা। পরে শিক্ষকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ শিক্ষক সমিতি ঝালকাঠি জেলা শাখার সভাপতি তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক সুনীল বরন হালদার, কেন্দ্রীয় কমিটির সদস্য রিপন কুমার, বিরেন চন্দ্র দাস, কাঠালিয়া উপজেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম লিটন ও যুগ্ম-সাধারণ সম্পাদক লিয়াকত আলী জমাদ্দারসহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা।