দৈনিক শিক্ষাডটকম ডেস্ক: রাজপথে নেমেছে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও বয়স জটিলতায় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ না পাওয়া চাকরিপ্রার্থীদের একাংশ। আজ বুধবার (৪ জুন) সকালে রাজধানীর বেসরকারি শিক্ষক নিকন্ধন ও প্রত্যয়ন (এনটিআরসিএ) অফিসের সামনে এ মানবন্ধন কর্মসূচি পালন করেছেন তারা।
এর আগে গত তিন মাসে তারা রিট ব্যবসায়ীদের খপ্পরে পড়ে লাখ লাখ টাকা খুইয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের জুনিয়র কর্মচারীদের ফাইলে মিথ্যা পজেটিভ আশ্বাসের পেছনেও লাখ লাখ খরচ করেছেন। হতাশ হয়ে পড়া ৩৫ ঊর্ধ্ব ১৭তম নিবন্ধনধারীদের কয়েকজন দৈনিক শিক্ষাডটকমকে এসব তথ্য জানিয়েছেন। অবশেষে ভুল বুঝতে পেরে তারা এনটিআরসিএর সামনে ফের মানবন্ধনের পরিকল্পনা করছেন।
মানববন্ধনের অন্যতম সমন্বয়কারী রাজ্জাকুল হায়দার, জমির উদ্দিন ও উত্তম সরকার। তারা বলেন, অন্যান্য গণবিজ্ঞপ্তিতে বয়সের ছাড় থাকলেও তাদেরকে সে সুযোগ দেয়া হচ্ছে না। তাই তারা বয়সের ছাড় দিয়ে আবেদনের সময়সীমা বৃদ্ধির দাবি জানিয়েছেন।
তারা বলেন, ২০২০ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে ১৭তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চূড়ান্ত ফল প্রকাশিত হয় গত বছরের ডিসেম্বরে। একটি নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় চার বছর লেগেছে। এতে তাদের ৭৩৯ জনের বয়স ৩৫ বছরের বেশি হয়ে গেছে। তাই এখন আবেদনের সময়সীমা বৃদ্ধির দাবি তাদের।