জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশের নতুন পাঁচজন অবৈতনিক সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
মানবাধিকার কমিশনের অন্যান্য নতুন অবৈতনিক সদস্যরা হলেন সাবেক সিনিয়ার জেলা ও দায়রা জজ মো. আমিনুল ইসলাম, খাগড়াছড়ি চেম্বার অব কমার্সের সদস্য কংজরী চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর বিশ্বজিৎ চন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইম্যান অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তানিয়া হক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট কাওসার আহমেদ।
জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯- এর বিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি আগামী তিন বছরের জন্য তাদের এ পদে নিয়োগ দিয়েছেন।
জাতীয় মানবাধিকার কমিশনে অবৈতনিক সদস্য হিসেবে নিয়োগ দেয়ায় ইউজিসি সদস্য বিশ্বজিৎ চন্দ বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দেশে মানবাধিকার সুরক্ষায় তিনি সক্রিয় ভূমিকা পালন ও কমিশনকে গঠনমূলক পরামর্শ দেবেন বলে জানান।