বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম দূরীকরণের সভা আগামী ২ অক্টোবর অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মুহাম্মদ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-৩ শাখা কর্তৃক আগামী ২ অক্টোবর দিনব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই) এর হলরুমে “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ/উপাধ্যক্ষ/প্রধান শিক্ষক/সহকারী প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম দূরীকরণ এবং মানসম্মত প্রতিষ্ঠান প্রধান নিয়োগে করণীয় নির্ধারণ” সংক্রান্ত অনুষ্ঠিতব্য কর্মশালা অনুষ্ঠিত হবে।
সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মশালা চলবে বিকেল ৪টা পর্যন্ত৷ সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সভাপতিত্ব করবেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।