মানিকগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে বিদ্যালয়ের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আলোচনা পর্বে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে এবং শিক্ষা ও মান উন্নয়ন সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মমতাজ বেগম, বিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশনের উপদেষ্টা ও কার্যনির্বাহী সদস্য মাসুদুল কামরুল হক ও খবিরুল আলম চৌধুরী। এ ছাড়া বিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিদুল ইসলাম, বিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশনের সহ-সভাপতি আশিক ইকবাল বাদল ও জাহাঙ্গীর আলম বিশ্বাস, যুগ্ম সম্পাদক কামুরুদ্দিন আহমেদ জাকির, প্রচার সম্পাদক আব্দুল মোমিন, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম আলামিন প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত ১০০ শিক্ষার্থীকে সম্মাননা হিসেবে ক্রেস্ট দেয়া হয়। এ ছাড়া অনুষ্ঠানে ১৭ জন শিক্ষার্থীকে আনোয়ার উদ্দিন শিকদার মেমোরিয়াল স্কলারশিপ, মো. বিল্লাল হোসেন মেমোরিয়াল স্কলারশিপ এবং ওমর সালিমা স্কলারশিপ বৃত্তি প্রদান করা হয়।