টাকা ছাড়া মার্কশিট ও সার্টিফিকেট দেন না ভোলার লালমোহনের ধলীগৌরনগর ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ। প্রত্যেক শিক্ষার্থীর এসব সনদের জন্য ওই কলেজ কর্তৃপক্ষ নির্ধারণ করে দিয়েছেন ১২শ’ টাকা করে। এর কম টাকা দিলে নানা রকমের কথা শুনতে হয় শিক্ষার্থীদের। প্রত্যন্ত অঞ্চলের এ কলেজটি ওই এলাকার শত শত গরিব ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের একমাত্র ভরসাস্থল। তবে কলেজ কর্তৃপক্ষের কাছে জিম্মি শিক্ষার্থীরা। কলেজের মনগড়া নিয়ম মেনে নিতে হয় শিক্ষার্থীদের।
নামপ্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, কলেজ থেকে মার্কশিট ও সার্টিফিকেট নিতে হলে দিতে হয় ১২শ’ টাকা করে। এর কম এক টাকাও নেয়া হয় না। এখানের অনেক শিক্ষার্থীই গরিব ও মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাই অনেকের পক্ষেই এ টাকা দেয়া সম্ভব হয় না।
কেউ টাকা না দিতে পারলে শুনতে হয় অকথ্য ভাষা।
যার জন্য মুখ বুঝেই মেনে নিতে হয় ওই কলেজ কর্তৃপক্ষের মনগড়া নিয়ম। এ ছাড়া কলেজটিতে ফরম পূরণের জন্যও নেয়া হয় অধিক টাকা। ধলীগৌরনগর ডিগ্রি কলেজের এসব অনিয়মের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা। এসব অভিযোগের ব্যাপারে জানতে ধলীগৌরনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আকবর হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। তবে মুঠোফোনে কলেজের ভাইস প্রিন্সিপাল মো. সামছুদ্দিন জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এসব টাকা নেয়া হয়। এ রকম সব কলেজেই নেয়। আমরা টাকা নিয়ে রিসিট দিয়ে দেই।
এ ব্যাপারে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. লিয়াকত হোসেন বলেন, মার্কশিট ও সার্টিফিকেটের জন্য কোনো কলেজ এক টাকাও নিতে পারবে না। কোনো কলেজ যদি এসবের জন্য টাকা নেয়, তাহলে লিখিত অভিযোগ পেলে সেই কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।