দৈনিকশিক্ষাডটকম, ঢাবি: আগামী বছরের মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) উদ্ভাবন মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত ২০২৩-২০২৪ অর্থ বছরের অভ্যন্তরীণ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিষয়টি জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
তিনি বলেন, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে 'স্টার্ট আপ স্টুডিও চালু এবং ২০২৪ খ্রিষ্টাব্দের মার্চ মাসে উদ্ভাবন মেলার আয়োজন করা হবে। সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত ও সুদৃঢ় করতে সব অংশীজনের প্রতি আহ্বান জানাই।