৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহে মিথ্যা বানোয়াট অসত্য তথ্যে বিভ্রান্ত না হতে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
শনিবার (৬ জানুয়ারি) পত্রিকায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে জানা যায়, সংসদ নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহ যথা: ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টুইটার প্রভৃতিতে নানা ধরনের মিথ্যা, বানোয়াট এবং অসত্য তথ্য প্রচারিত হতে পারে। এরসঙ্গে নির্বাচন কমিশনের কোনো সম্পর্ক থাকবে না। ফলে এ ধরনের অসত্য তথ্যে কেউ বিভ্রান্ত হবেন না।
সঠিক তথ্য জানতে নির্বাচন কমিশনের ওয়েবসাইট ভিজিটের আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন নিয়ে কোনো তথ্য পাওয়া গেলে তার সঠিকতা যাচাই করার জন্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট অথবা অফিসিয়াল ফেসবুক পেজ ভিজিট করে প্রকাশিত তথ্যের সত্যতা যাচাই করতে হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।