মিরপুর ক্লাবের এক্সিলেন্স অ্যাওয়ার্ড বিতরণ

নিজস্ব প্রতিবেদক |

এনট্রোপেনারর্স এন্ড প্রফেশনালস্ মিরপুর ক্লাব লিমিটেডের এক্সিলেন্স অ্যাওয়ার্ড বিতরণ করা হয়েছে। ১১ জন উদ্যোক্তাকে মিরপুর ক্লাব এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২১ দেওয়া হয়।

শনিবার (৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল হক এবং ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনট্রোপেনারর্স এন্ড প্রফেশনালস্ মিরপুর ক্লাব লিমিটেডের ফাউন্ডিং প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এস এম মাহবুব আলম।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, এনট্রোপেনারর্স এন্ড প্রফেশনালস্ মিরপুর ক্লাব লিমিটেড তরুণ উদ্যোক্তা তৈরিতে কাজ করছে। ইতোমধ্য এই ক্লাবটি করোনার সময়ে ১০ হাজার ফুড ব্যাগ দরিদ্রদের মাঝে বিতরণ করেছে। প্রতিনিয়ত উদ্যোক্তা তৈরির জন্য বিভিন্ন ওয়ার্কশপ সেমিনার আয়োজন করে যাচ্ছে। আজকের মিরপুর ক্লাব এক্সিলেন্স অ্যাওয়ার্ড যারা পাচ্ছেন ভবিষ্যতে তারা স্ব স্ব ক্ষেত্রে আরও অবদান রাখবেন বলে আমি বিশ্বাস করি।’ 

সিনিয়র সচিব এন এম জিয়াউল হক তার বক্তব্যে আইসিটি খাতে তরুণ উদ্যেক্তা তৈরির জন্য ক্লাবের উদ্যোগের ভূয়শী প্রশংসা করেন।

ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান বলেন, ইতোমধ্যে এনট্রোপেনারর্স এন্ড প্রফেশনালস্ মিরপুর ক্লাব লিমিটেডের  কয়েকটি প্রোগ্রামে আমি অংশগ্রহণ করেছি। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এ ক্লাবটি অগ্রণী ভূমিকা পালন করছে।'

অন্যান্য বক্তাদের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, বুয়েটের অধ্যাপক ড. মোস্তাফা আকবর, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ ক্লাবের বিভিন্ন উন্নয়ন চিত্র ও উদ্যোক্তা বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনার কথা তুলে ধরেন। 

এনট্রোপেনারর্স এন্ড প্রফেশনালস্ মিরপুর ক্লাব লিমিটেডের ফাউন্ডিং প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এস এম মাহবুব আলম বলেন, ‘ইতিমধ্যে মিরপুর ক্লাব এমসিএল বিল্ডার্স, এমসিএল এক্সিম, বিন, মিইই এবং বেনসিটি এই প্রতিষ্ঠানগুলো তৈরির কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। ভাল থাকবো ভাল রাখবো এই স্লোগানে বিশ্বাসী হয়ে আমরা দেশের জন্য উদ্যোক্তা তৈরি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। শিক্ষিত তরুণদের উদ্যোক্তা হওয়ার জন্য উদ্ধুদ্ধ করে যাচ্ছি। মিরপুর ক্লাব এক্সিলেন্স অ্যাওয়ার্ড যারা পাচ্ছেন তারা সবাই স্ব স্ব ক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্র। এই পুরস্কার গ্রহণের মাধ্যমে উজ্জীবিত হয়ে তারা দেশের জন্য আরও উজ্জ্বল ভূমিকা পালন করবেন বলে আমি বিশ্বাস করি।’ 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাহেদ হাসান সাইমন এবং তামান্না তাবাচ্ছুম মৌরী।


পাঠকের মন্তব্য দেখুন
এমপিও কোড পেলো আরো ১৪ স্কুল-কলেজ - dainik shiksha এমপিও কোড পেলো আরো ১৪ স্কুল-কলেজ নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী হিটস্ট্রোকে বিশ্ববিদ্যালয় ছাত্র তূর্যের মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে বিশ্ববিদ্যালয় ছাত্র তূর্যের মৃত্যু পরীক্ষার নাম এসএসসিই থাকবে, ওয়েটেজ ৫০ শতাংশ - dainik shiksha পরীক্ষার নাম এসএসসিই থাকবে, ওয়েটেজ ৫০ শতাংশ ফরেনসিক অডিটে ফাঁসছেন দশ হাজার জাল সনদধারী - dainik shiksha ফরেনসিক অডিটে ফাঁসছেন দশ হাজার জাল সনদধারী কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপ - dainik shiksha প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা please click here to view dainikshiksha website Execution time: 0.0055520534515381