দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মিরপুর সাইন্স কলেজে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালেই দিবসটির কর্মসূচি শুরু হয়।
কর্মসূচির মধ্যে ছিলো শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর কলেজ অডিটোরিয়ামে শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরপুর সাইন্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আনোয়ার হোসেন রিপন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মনজুদার রহমান মিল্টন, ইংরেজি বিভাগের প্রভাষক ফারহানা আক্তার, বাংলা বিভাগের প্রভাষক নাসির উদ্দিন, আইসিটি বিভাগের প্রভাষক তৌফিকুল ইসলাম প্রমুখ।
এ ছাড়া কলেজের শিক্ষার্থীরা দেশাত্ববোধক গান, কবিতা আবৃত্তি করেন। আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া কামনা করা হয়।