পটুয়াখালীর মির্জাগঞ্জের বেসরকারি প্রতিষ্ঠান অন্বেষা লাইব্রেরির আয়োজনে প্রথম বার্ষিক বিজ্ঞান অলিম্পিয়াড, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
গত বৃহস্পতিবার বিকেলে অন্বেষা লাইব্রেরির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম।
লাইব্রেরির সভাপতি ও সুবিদখালী সরকারি হাইস্কুলের বিএসসি শিক্ষক মো. নিজাম উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অন্বেষা লাইব্রেরির সাধারণ সম্পাদক ও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. উজ্জ্বল খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, সুবিদখালী সরকারি হাইস্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল জলিল, সুবিদখালী মহিলা কলেজের অধ্যাপক মো. ইব্রাহীম খলিল, প্রভাষক মো. ফিরোজ আলম, অন্বেষা লাইব্রেরির সহ-সভাপতি বাবু নিখিল চন্দ্র রায়, অন্বেষা লাইব্রেরির সহ-সাধারণ সম্পাদক সহকারি শিক্ষক সঞ্জয় কুমার দাস, কবি সাহিত্যক ও সিনিয়র শিক্ষক এসএম নুরুল হক, মানসুরাবাদ ভাজনা কদমতলা নূরীয়া আলিম মাদরাসা প্রভাষক মো. মোতাসিম বিল্লাহ, সহকারী শিক্ষক মো. মাহফুজুর রহমান, সাংবাদিক উত্তম গোলদার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও আয়োজক মো. কুদরত এলাহী স্পন্দন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সায়েম সিকদার ও অন্বেষা লাইবেরির কোষাধ্যক্ষ অর্জুন ঋষি প্রমুখ।