দৈনিক শিক্ষাডটকম, মির্জাগঞ্জ (পটুয়াখালী) : পটুয়াখালীর বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মির্জাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সুন্দরবন করমজল, বাগেরহাট ষাটহম্বুজ, খানজাহান আলীর মাজার, চন্দ্রমহল (তাজমহল), রূপসা সেতু, মোংলা পোর্ট ও সুন্দরবন রিসোর্টসহ নানা দর্শনীয় স্থান ঘুরে মনোমুগ্ধকর অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে শিক্ষা সফর। এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রিয়াজুল হক।
বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ইউআরসির ইন্সপেক্টর মো. মাইনুল ইসলাম, এসো শিখি প্রকল্পের সমন্বয়ক মো. মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতি লিমিটেডের সভাপতি মো. আবদুল হালিম (বিএসসি), সাধারণ সম্পাদক প্রভাষক মো. মাহাবুবুর রহমান টুকু, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. কাজী মনিরুজ্জামান, সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মির্জাগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোসলে উদ্দিন মিন্টু জমাদ্দার, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মল্লিক, সাংগঠনিক সম্পাদক এম শামীম আহম্মেদ নাসির, প্রধান শিক্ষক মো. রাজ্জাক মাঝি। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন শাখার সকল শিক্ষক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিক্ষা সফর আসা শিক্ষকরা বলেন, শিক্ষা সফরে এসে আমরা যেমন অনেক আনন্দ-উল্লাস করেছি, তেমনি বাস্তবিকভাবে এসব দর্শনীয় স্থান দেখে আনন্দিত। শিক্ষা সফরের মাধ্যমে নতুন কিছু জানতে পারা যায়।