আজ মিশুক মুনীরের জন্মদিন। পুরোনাম আশফাক মুনীর চৌধুরী। তাকে ‘বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতার পথিকৃৎ’ বলা হয়।
মিশুক মুনীর ১৯৫৯ খ্রিষ্টাব্দের এই দিনে নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে। তিনি একাধারে ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সাংবাদিক, চিত্রগ্রাহক এবং চলচ্চিত্র ভিডিওগ্রাহক।
সম্প্রচার সাংবাদিকতার রূপকার মিশুক মুনীর দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বিবিসির ভিডিওগ্রাহক হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। তিনি সর্বশেষ ২০১০ খ্রিষ্টাব্দে এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দেন। এর আগে যুক্তরাষ্ট্র এবং কানাডা ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ টেলিভিশন রিয়েল নিউজ নেটওয়ার্কে (হেড অব ব্রডকাস্ট অপারেশন্স) সম্প্রচার প্রধান, পরিচালক হিসেবে দীর্ঘ আট বছর কাজ করেন তিনি।
বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্রকার তারেক মাসুদ পরিচালিত ছবি রানওয়ের প্রধান চিত্রগ্রাহক হিসেবে কাজ করেন মিশুক। এছাড়া তিনি রিটার্ন টু কান্দাহার, ওয়ার্ডস অব ফ্রিডম প্রামাণ্যচিত্রগুলোতেও কাজ করেছেন।
মিশুক মুনীর শিশুদের মতো হাসতে পারতো। কঠিন এক পেশা বেছে নিয়েছিলেন– টিভি সাংবাদিকতা। দুর্গম জায়গায় গিয়েও তিনি কাজ করতেন। তার পেশাগত কাজে নিষ্ঠার কোনো কমতি ছিলো না।
তিনি ২০১১ খ্রিষ্টাব্দের ১৩ আগস্ট মানিকগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় প্রখ্যাত পরিচালক তারেক মাসুদের সঙ্গে নিহত হন।