মুখে মাস্ক ছাড়াই প্রধান শিক্ষকের কাণ্ড!

নোয়াখালী প্রতিনিধি |

মহামারি করোনাভাইরাসের কারণে প্রায় ১৭ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিলো। রোববার (১২ সেপ্টেম্বর) খুলে দেওয়া হয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান।

বিদ্যালয় খোলার প্রথম দিনে ছাত্র-ছাত্রীদের শরীরে তাপমাত্রা নির্ণয় করে বিদ্যালয়ে প্রবশে করতে দিচ্ছেন প্রধান শিক্ষক। মুখে মাস্ক ব্যবহার না করে এই দায়িত্ব পালন করছেন তিনি।

পাশে অন্য সহকারী শিক্ষক মোবাইলে সেই ছবি তোলে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশিকা। কিন্তু স্বাস্থ্যবিধি যে শিক্ষককেও মেনে চলতে হবে সেই বিষয়ে খেয়াল ছিলনা প্রধান শিক্ষকের।

নোয়াখালী হাতিয়া উপজেলার পৌরসভার ওচখালী আলেয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইকবাল জানিয়েছন, ব্যস্ততার মাঝে খেয়াল করেননি যে নিজের মুখে মাস্ক নেই। তবে সামাজিক মাধ্যমে দেওয়া সঠিক হয়নি।

একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাড়াও একই দায়িত্ব পালন করেন দপ্তরি নেছার উদ্দিন। ছবিতে দেখা যায় নেছার উদ্দিনের মুখে মাস্ক ছাড়াই বিদ্যালয়ে আসা ছাত্র-ছাত্রীদের হাতে জীবানুনাশক দিচ্ছেন।

একই চিত্র হাতিয়া উপজেলা সদরের একেবারে সন্নিকটে চরকৈলাশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। সকাল থেকে বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে ছাত্র-ছাত্রীদের তাপমাত্র পরিমাপ করছেন একজন সহকারী শিক্ষক। ভিতরে শ্রেণিকক্ষে ছাত্র-ছাত্রীদের মাস্ক ব্যবহার ও সামাজিক দুরত্ব নিশ্চিত করছেন অন্য শিক্ষকরা। এসময় শ্রেণিকক্ষে দায়িত্ব পালন করা আতিকুল ইসলাম নামে এক সহকারী শিক্ষকের মুখেও ছিলনা মাস্ক।

ছবি : সংগ্রহীত

দীর্ঘ ১৮ মাস পর সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দেশনা দিয়েছেন। এক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলার উপর গুরুত্ব দিয়েছেন। কিন্তু এসব নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব যাদের উপর তারাই করছে চরম অবহেলা। এসব বিষয়ে আলাপ হয় হাতিয়া উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল হান্নান পাটোয়ারীর সাথে।

তিনি জানিয়েছেন, শিক্ষকদের কঠোর স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ের পাঠদানে কার্যক্রম চালানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু এর পরেও কেউ যদি এই আদেশ অমান্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন বলেন, গত শনিবার হাতিয়া উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষদের নিয়ে মিটিং করা উপজেলা পরিষদ হল রুমে। এসময় বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার ব্যাপারে জোরালো নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু এর পরেও কেউ তা অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে।


পাঠকের মন্তব্য দেখুন
অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের বিরুদ্ধে মাউশির তদন্ত কমিটি - dainik shiksha চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের বিরুদ্ধে মাউশির তদন্ত কমিটি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0029370784759521