ব্যাপক বৃষ্টি আর আকস্মিক বন্যায় ভারতের মহারাষ্ট্রে বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে জারি হয়েছে রেড অ্যালার্ট। স্থবির হয়ে পড়েছে একই রাজ্যের পুনে শহরের জীবনযাত্রা।
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে রাস্তাঘাট পানিতে ডুবে বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল থেকে বিপর্যয়কর অবস্থার সূত্রপাত হয়। শুক্রবার (২৬ জুলাই) সকালেও পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি করে স্থানীয় আবহাওয়া বিভাগ।
বলা হয়েছে, আপাতত স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে। শুক্রবার সকাল সাড়ে আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ঊননব্বই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর দুর্যোগের সময় জরুরি সহায়তা পেতে দু'টি হটলাইন নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়ে নগরবাসীর পাশে থাকার আশ্বাস দিয়ে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে মুম্বাই পুলিশ। ভূমিধস হয়েছে তাহমিনি ঘাটে। এতে বিচ্ছিন্ন হয়ে পড়ে রায়গড়-পুনে সড়ক যোগাযোগ।
ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে মহারাষ্ট্রের অপর শহর পুনের বিস্তীর্ণ এলাকা। বিপদ এড়াতে কড়ক ভসলা বাঁধ থেকে পানি ছেড়ে দেওয়ায় পরিস্থিতির আরও অবনতি হয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ছুটি দিয়েছে স্থানীয় প্রশাসন। এমন পরিস্থিতিতে বাতিল হয়েছে ডজনের বেশি ফ্লাইট। আর সময়সূচি পিছিয়ে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন ফ্লাইটের যাত্রীরা।