আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ইস্যু এখন পুরোপুরি মৃত। এই মৃত ইস্যু নিয়ে বিএনপি রাজনীতি করছে।’
চাঁদপুর সদর উপজেলায় প্রতিবন্ধী অসহায়দের মধ্যে কম্বল বিতরণ শেষে আজ শনিবার (২৮ জানুয়ারি) সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিএনপি তত্ত্বাবধায়ক সরকারটাকে বিতর্কিত করে পচিয়ে ফেলেছে। তা ছাড়া বিএনপি নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিচারপতিদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকার তৈরি করে নিজেরা ক্ষমতায় বসতে চেয়েছিল, জনগণ তা প্রত্যাখ্যান করেছে।’
মন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার প্রতিবন্ধী ও অসহায়দের জন্য ভাতা চালু করেছে। এখন প্রতিবন্ধী মানুষ ভাতা পাচ্ছেন। তারা নানা সুযোগ সুবিধা ভোগ করছেন।’
এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ প্রমুখ।