ঘন কুয়াশার কারণে মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে সোহেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। সোমবার গভীর রাতে চাঁদপুর সংলগ্ন মিয়ার চর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল চরফ্যাসন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ওসমান আলী ফরাজী বাড়ির মোঃ সেলিম ফরাজীর ছেলে।
সুরভী-৮ লঞ্চের যাত্রীরা জানান, সোমবার রাত ১০টায় ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে সুরভী-৮ লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। চাঁদপুর সংলগ্ন মেঘনা নদীর মিয়ারচর এলাককায় চরফ্যাশনগামী টিপু-১৪ সুরভী লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে সুরভী-৮ লঞ্চের ডান পাশ ভেঙে যায়। এসময় সোহেল গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়। এছাড়াও লঞ্চের অন্তত ১০ যাত্রী আহত হন। এসময় লঞ্চে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লঞ্চের যাত্রীরা জানান, নিহত যাত্রী সোহেল রাতে রুম থেকে বের হয়ে টয়লেটে গিয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
পরে দুর্ঘটনা কবলিত লঞ্চটি সকালে ঢাকা সদর ঘাটে পৌঁছায়। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত লঞ্চটি পরিদর্শন করেন। এদিকে দুর্ঘটনায় সুরভী-৮ লঞ্চের ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান।