টাঙ্গাইল শহরের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণি ও স্নাতক প্রথম বর্ষের নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়েছে। একইসঙ্গে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে বসন্তবরণ উৎসব।
‘এসো হে নবীন- মিলি প্রাণের উৎসবে, পুরনো জঞ্জালকে পেছনে ফেলে চলো সামনে এগিয়ে চলি’-স্লোগানকে সামনে রেখে সোমবার সকালে কলেজ প্রাঙ্গনে নবীনবরণ ও বসন্তবরণ উৎসব অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ আব্দুর রহিম সুজন, পৌর মেয়র সিরাজুল হক আলমগীর, গভর্নিং বডির আজীবন সদস্য ইঞ্জিনিয়ার রাশেদ হাসান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপাধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রধান তরুণ ইউসুফ। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।