দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : মেট্রোপলিটন ইউনিভার্সিটি ক্যাম্পাসে দিনব্যাপি পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শিক্ষাবিদ ড. তৌফিক রহমান চৌধুরী। ইউনিভার্সিটি ব্যবসা প্রশাসন বিভাগ ও মেট্রোপলিটন ইউনিভার্সিটি বিজনেস স্টুডেন্ট ফোরামের যৌথ উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হয়।
ড. তৌফিক রহমান চৌধুরী বলেন, পিঠা-পুলি আমাদের লোকজ ঐতিহ্য ও সংস্কৃতিরই নান্দনিক প্রকাশ। আমাদের সমাজ ও দেশের হাজারো সমস্যা সত্ত্বেও গ্রামবাংলায় এসব পিঠা-পার্বণের যে আনন্দ-উদ্দীপনা রয়েছে তা ধারাবাহিকভাবে আমাদের নিরন্তর প্রাণিত করে চলছে। সেগুলো কখনো মুছে যাবে না।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান তানভীর চৌধুরী ও ট্রেজারার প্রফেসর ড. তাহের বিল্লাল খলিফা। অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল ইসলাম ও প্রফেসর ড. মো. ফরহাদ রাব্বি।