দৈনিক শিক্ষাডটকম ডেস্ক: বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন চলতি বছরের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ২০১৮ খ্রিষ্টাব্দে তৃতীয় সমাবর্তনের পর থেকে আগামী স্প্রিং ২০০৪ এর চূড়ান্ত পরীক্ষায় ও সেপ্টেম্বর ২০২৪-এ অনুষ্ঠিতব্য সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এ সমাবর্তনে অংশ নিতে পারবে এবং আনুষ্ঠানিকভাবে সনদ পাবেন।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির বটেশ্বরস্থ স্থায়ী ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। চতুর্থ সমাবর্তনে অংশগ্রহণের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আগামী ২৮ ডিসেম্বরের সমাবর্তনে অংশগ্রহণে ইচ্ছুক গ্র্যাজুয়েটরা বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করতে অনুরোধ জানানো যাচ্ছে। (মোবাইল নং ০১৭৫৭৫৩৭৭৫৪)।
শিক্ষা মন্ত্রণালয় এবছরের ২৫ জানুয়ারি এক পত্রে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট এর চতুর্থ সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের অনুমোদন দিয়েছেন বলে জানান। এ পত্র পাওয়ার পরপরই চতুথর্থ সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইতোমধ্যে তিনটি সফল সমাবর্তন সম্পন্ন করেছে। ২০১০ খ্রিষ্টাব্দের ২২ এপ্রিল প্রথম সমাবর্তন, ২০১৫ খ্রিষ্টাব্দের ৩১ জানুয়ারি দ্বিতীয় সমাবর্তন ও ২০১৮ খ্রিষ্টাব্দের ৪ আগস্ট তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়।