যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রয়াত ড. মো. মোজাহারুল ইসলামের ১৪ম মৃত্যুবার্ষিকী শনিবার সকালে খুলনা উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ‘আমাদের সাংবাদিকতায় দেশপ্রেম’ শীর্ষক ড. মোজাহারুল ইসলাম স্মারক বক্তৃতার আয়োজন ছিলো। এছাড়া অনুষ্ঠানে শিক্ষাবৃত্তি দেয়া হয়।
ড. মো. মোজাহারুল ইসলাম ও শার্লী ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই স্মারক বক্তৃতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মো. মাজহারুল হান্নান। প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা। স্মারক বক্তৃতা করেন দৈনিক বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুজ্জামান পিন্টু।
প্রধান অতিথির বক্তব্যে আবু হেনা বলেন, ড. মোজাহরুল ইসলাম তাঁর শিক্ষা জীবনে যে একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে লেখাপড়া অনুশীলন করেছিলেন তা এ প্রজন্মের শিক্ষার্থীদের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি বিদেশে তার গবেষণা ও জ্ঞানচর্চা করলেও স্বদেশের মাটি ও মানুষের প্রতি ভালোবাসা ছিল অফুরন্ত। তাইতো তিনি শিক্ষা বিস্তারে বিশেষ করে মেধাবী শিক্ষার্থীদের জন্যে বৃত্তির ব্যবস্থা করে গেছেন।