ইস্পাতের ক্ষয় রোধে গবেষণায় সাফল্য পেয়েছেন মেলবোর্নের আর-এম-আই-টি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ভোকেশনাল ইঞ্জিনিয়ারিংয়ের লেকচারার সানজিদ আহমেদ পাটওয়ারী (সৌখিন)। তার জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশের নারায়ণগঞ্জে। তবে, পড়াশোনা করেছেন নারায়ণগঞ্জ, ঢাকা, রিয়াদ, মালয়শিয়া এবং অস্ট্রেলিয়ায়।
বুয়েটের মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ের এ সাবেক শিক্ষার্থী মালয়েশিয়ায় মাস্টার্স করার পর, অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেন। তার পিএইচডি গবেষণার বিষয় ছিলো ইস্পাতের মরিচা রোধ করা নিয়ে।
সৌখিন বলেন, আমার মূল কাজ ছিল মাইল্ড স্টিল, যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত ধাতু পৃথিবীতে, সেটার মরিচা রোধ করা। মূল টার্গেট ছিলো মাইল্ড স্টিলের ওপর গ্রাফিন দিয়ে একটি কোটিং করা। কারণ, গ্রাফিন একটা অনেক নোবেল মেটেরিয়াল, যেটা ক্ষয়প্রাপ্ত হয় না। কিন্তু, এখানে মেইন চ্যালেঞ্জ হচ্ছে, মাইল্ড স্টিলের ওপর গ্রাফিন গ্রো করা যায় না।
তিনি আরো বলেন, এর আগে মাইল্ড স্টিলের ওপর গ্রাফিন গ্রো করা সম্ভব হয়নি। এ গবেষণায় সাফল্য লাভের পর মনাশ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এটি প্যাটেন্ট করে।
অস্ট্রেলিয়ায় পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, অস্ট্রেলিয়ায় পিএইচডি পর্যায়ে গবেষণার অনেক সুযোগ আছে, স্কলারশিপও পাওয়া যায়। তবে, এখানে মাস্টার্স পর্যায়ে সুযোগ-সুবিধা তুলনামূলকভাবে কম। তিনি আরো বলেন, যেকোনো দেশে মাস্টার্স সম্পন্ন করে অস্ট্রেলিয়ায় পিএইচডি কোর্সের জন্য আবেদন করা যাবে। আর, মাস্টার্স পর্যায়ে দুই-একটি প্রকাশনা থাকলে ভালো হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।